ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে ছাত্রদলে অন্তর্ভুক্ত হন।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহামেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে তারা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাজেদ বাবু তাদের ছাত্রদলে যোগদানের জন্য সাধুবাদ জানান এবং দেশ ও দলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে ছিলেন—মোজাম্মেল হক সাগর, আব্দুল কাদির মন্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মন্ডল, রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া ও হৃদয় মিয়া।
মোজাম্মেল হক সাগর বলেন, তিনি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ শেষে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলে যোগ দিয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহামেদ বলেন, দলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নবাগতরা যোগ দিয়েছেন, যা ইতিবাচক রাজনীতির জন্য আশাব্যঞ্জক।







