শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ থেকে এই পথযাত্রা শুরু হয়।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিকআপভ্যান ও ট্রাকে করে কর্মসূচিতে অংশ নেন। পথযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, মিরপুর–১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগে এসে শেষ হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।







