জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রীর নাম তানজিলা তাবাসসুম। এ অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
প্রেস ব্রিফিংয়ে তাহরিমা জান্নাত সুরভী বলেন, কারাগারে থাকার সময় তার সঙ্গে আরেকজন মেয়ে বন্দি ছিলেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিলা তাবাসসুম। তার দাবি, ওই ছাত্রীকে পুরোপুরি গুম করে রাখা হয়েছে এবং বিষয়টি পরিবারের কাছেও গোপন রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তানজিলা তাবাসসুমের পরিবার জানে যে তিনি বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছেন। বাস্তবে তিনি কারাগারে বন্দি ছিলেন বলে দাবি করেন তাহরিমা জান্নাত সুরভী।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







