ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮টার পর রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় আজিজুর রহমান মুছাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল বলে জানা গেছে। একই ঘটনায় সুফিয়ান বেপারি (মাসুদ) নামে আরেকজন গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুফিয়ান বেপারিও স্বেচ্ছাসেবক দলের নেতা।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর সেখানে তার দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
এদিকে গুলিবিদ্ধ নেতাকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিআরবি হাসপাতালের সামনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জড়ো হন। এতে সোনারগাঁও ক্রসিং এলাকায় যান চলাচল ব্যাহত হয়। প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মীর অবস্থানের কারণে সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
