গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অতিরিক্ত রেজিস্ট্রার পদে কর্মরত থাকা অবস্থায় মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে মনোনয়নপত্রে তিনি ওই পদে থাকার বিষয়টি উল্লেখ করেননি।
সরকারি নথি অনুযায়ী, ডা. এস এম রফিকুল ইসলাম ১৭ জুন ২০২৫ তারিখে বিএমইউতে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন, যা ভূতাপেক্ষভাবে ২২ সেপ্টেম্বর ২০১১ সাল থেকে কার্যকর দেখানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংশ্লিষ্ট বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পাঠানো হয়েছিল।
আইনি বিশ্লেষকরা বলছেন, Representation of the People Order (RPO), 1972 অনুযায়ী, সরকারি বা রাষ্ট্র-পরিচালিত প্রতিষ্ঠানের ‘office of profit’ পদে থাকা কোনো ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দিয়ে তা কার্যকর হওয়ার বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করতে হয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, শুধু ইস্তফা দিলেই যথেষ্ট নয়; উচ্চ আদালতের বিভিন্ন রায়ে সরকারি কর্মচারী ও ‘office of profit’-এ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পদত্যাগের পর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার বিষয়টিও যোগ্যতার শর্ত হিসেবে বিবেচিত হয়েছে।
এই প্রেক্ষাপটে আইনি বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়নপত্র দাখিলের সময় ডা. এস এম রফিকুল ইসলাম যদি তার পদত্যাগের তথ্য গোপন করে থাকেন বা পদত্যাগ কার্যকর না হয়ে থাকে, তাহলে তার মনোনয়ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একজন আইন বিশেষজ্ঞ বলেন, RPO-এর বিধান অনুযায়ী সরকারি পদে থাকা বা পদত্যাগ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন ও জনগণের কাছে স্বচ্ছভাবে উপস্থাপন করা বাধ্যতামূলক। এসব শর্ত মানা না হলে প্রার্থিতা বাতিলের দাবি ওঠার সুযোগ থাকে।
এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে যোগ্যতা ও আইনি শর্ত নিয়ে অস্পষ্টতা থাকলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
নির্বাচনী আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা শুধু একজন প্রার্থীর ক্ষেত্রেই নয়, বরং জাতীয় নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।







