মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তাঁর অভিযোগ, বর্তমান মার্কিন প্রশাসনের আচরণ বৈশ্বিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্টেইনমায়ার বলেন, বিশ্বকে যেন ‘ডাকাতের আড্ডা’তে পরিণত হতে দেওয়া না হয়—যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের খেয়ালখুশিমতো সবকিছু দখল করে নেয়। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, বর্তমানে বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীন চাপ ও আক্রমণের মুখে পড়েছে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন মার্কিন পদক্ষেপের প্রসঙ্গ টেনে স্টেইনমায়ার এটিকে একটি ‘ঐতিহাসিক বিচ্যুতি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যেমন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ তৈরি করেছে, তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকাও আন্তর্জাতিক ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।
জার্মান প্রেসিডেন্টের মতে, কিছু শক্তিধর রাষ্ট্র যেভাবে বিভিন্ন দেশ ও অঞ্চলকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করছে, সে প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। যদিও জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক ও প্রতীকী, তবুও স্টেইনমায়ারের এই স্পষ্ট ও কঠোর বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।







