আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সতর্ক ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম একটি ফেসবুক পোস্টে তামিমকে ‘ভারতের দালাল’ হিসেবে উল্লেখ করেন, যা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, আবেগের বশে নয়, বরং ভবিষ্যৎ প্রভাব বিবেচনায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, আজ নেওয়া একটি সিদ্ধান্ত আগামী ১০ বছর বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, তা মাথায় রেখেই বোর্ডকে এগোতে হবে।

এই বক্তব্যের পর তামিম ইকবালের ছবি ও মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে এম নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত হবে) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’ পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।
ক্রিকেট সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, বিসিবির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো পরিচালক এভাবে প্রকাশ্যে একজন সাবেক অধিনায়ককে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন কি না। অনেকেই বিষয়টিকে শিষ্টাচারবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেছেন।
সমালোচনার মুখে কিছু সময় পর এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টটি আর দেখা যায়নি। তবে পোস্টটি মুছে ফেলা হলেও স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় বিতর্ক থামেনি। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।







