পাকিস্তান সুদানের সঙ্গে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি বড় অস্ত্র চুক্তি সম্পন্ন করার কাছাকাছি পৌঁছেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে সুদানকে কারাকোরাম–৮ (Karakoram-8) আক্রমণ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্যভাবে জেএফ–১৭ যুদ্ধবিমান সরবরাহ করবে পাকিস্তান।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র সরবরাহ কার্যকর হলে সুদানের সরকারি সেনাবাহিনীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে চলমান গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বিরুদ্ধে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই দেশের মধ্যে আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে। সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিয়েও আলাপ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সুদানে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।







