বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশে ছিলেন না, ফলে এই সময়ে দেশে কী ঘটেছে সে সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা নেই।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না এবং তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছে। তিনি দেশে ফিরে এসে বিষয়টি জানার চেষ্টাও করেননি। আওয়ামী লীগের নেতারা এবং ভারতীয় পক্ষ যা বলেছে, সেটাকেই তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস হিসেবে গ্রহণ করেছিলেন। এর ফলেই তিনি ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।
তারেক রহমানকে সতর্ক করে তিনি বলেন, ১৭ বছর দেশে না থাকার কারণে তারেক রহমানও দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানেন না। দলের লোকজন ও নতুন কিছু মিডিয়া ব্যক্তিত্ব তাকে যা বলছে, সেটাই তিনি শুনছেন এবং সেটাকেই বাংলাদেশের গত ১৭ বছরের ইতিহাস বলে মনে করছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস কেবল এটুকু নয়। এই সময়ের প্রকৃত ইতিহাস ভিন্ন। ভবিষ্যতে এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে তিনি সেই ইতিহাস তুলে ধরবেন বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান।







