ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) জানিয়েছে, ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ ইওএমের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস এ মন্তব্য করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়া খুবই জরুরি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর আলোচনাপ্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইইউ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইইউর বিশ্বাস, বাংলাদেশ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে।
তিনি জানান, ২০০৮ সালের পর এবার প্রথমবারের মতো বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ১১ সদস্যের একটি কোর টিম ইতোমধ্যে বাংলাদেশে এসেছে এবং আজ ৫৬ সদস্যের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল দেশে পৌঁছানোর কথা রয়েছে।
