আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল গঠনের ক্ষেত্রে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার সুপারিশ করেছে। এ বিষয়কে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো এক চিঠিতে আইসিসির নিরাপত্তা বিভাগ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে। ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, আইসিসির নিরাপত্তা টিম চিঠিতে তিনটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে। এর মধ্যে প্রথমত, নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা বহন করে দর্শকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাকে তত বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, বিদ্যমান নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে আগ্রহী নয়।
