প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে নিজেদের যুদ্ধবিমান ব্যবহারের কৃতিত্ব নিয়েছে চীন। চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গত মে মাসে সংঘটিত একটি বাস্তব সামরিক অভিযানে তাদের রপ্তানিযোগ্য যুদ্ধবিমান জে–১০সিই (J-10CE) সফলভাবে অংশ নেয়।
চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি প্রশাসন (এসএএসটিআইএনডি) জানায়, ওই অভিযানে জে–১০সিই একাধিক শত্রু বিমান ভূপাতিত করতে সক্ষম হয় এবং পুরো মিশন চলাকালে নিজে কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি। এটিই জে–১০সিই যুদ্ধবিমানের প্রথম বাস্তব যুদ্ধসাফল্য বলে উল্লেখ করা হয়েছে।

এই অভিযানের পর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে জে–১০সিই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে আলোচনা জোরদার হয়। চীনা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আধুনিক রাডার, উন্নত অস্ত্রব্যবস্থা ও কৌশলগত সক্ষমতার কারণেই বিমানটি বাস্তব যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করতে পেরেছে।
চীনা কর্তৃপক্ষের দাবি, এই যুদ্ধসাফল্যের মাধ্যমে জে–১০সিইয়ের কার্যকারিতা বিশ্ববাজারে প্রমাণিত হয়েছে এবং এর ফলে বৈশ্বিক অস্ত্রবাজারে বিমানটির প্রতি আগ্রহ আরও বাড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর কাছে এটি একটি কার্যকর ও তুলনামূলকভাবে কম খরচের আধুনিক যুদ্ধবিমান হিসেবে নতুন করে আকর্ষণ তৈরি করবে বলে মনে করছে বেইজিং।







