সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্র পরিচালনা ও ইসলামি রাজনীতির সক্ষমতা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন আলী হাসান ওসামা। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রচলিত পন্থায় ক্ষমতায় গিয়ে রাতারাতি শরিয়া প্রতিষ্ঠা করা কারও পক্ষেই সম্ভব নয়। সে কারণেই ‘শরিয়ারাষ্ট্র’ শব্দের পরিবর্তে ‘কল্যাণরাষ্ট্র’ ধারণার কথা সামনে আসে।
তিনি উল্লেখ করেন, অন্য যেকোনো সরকারের তুলনায় সংশ্লিষ্ট দলটি তুলনামূলকভাবে ভালো ও সৎ শাসন পরিচালনা করতে সক্ষম—এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। অতীতে তারা দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছে বলেও স্মরণ করিয়ে দেন এবং বলেন, সে সময় দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পোস্টে তিনি আরও বলেন, অন্যান্য ইসলামি দলগুলো এককভাবে ক্ষমতায় গেলেও এখনো পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। অনেক দলের সব সেক্টরে দক্ষ জনবল নেই, রাজনীতির জটিল কৌশল ও বৈশ্বিক বাস্তবতা সম্পর্কেও তাদের সুস্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে।
আলী হাসান ওসামার মতে, এসব সীমাবদ্ধতার তুলনায় সংশ্লিষ্ট দলটি এককভাবেও অন্যদের চেয়ে ভালো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। তিনি অন্ধ বিরোধিতার মানসিকতা পরিহার করে ইতিবাচক দিকগুলোর মূল্যায়ন এবং একই সঙ্গে সীমাবদ্ধতাগুলো বোঝার আহ্বান জানান।
