চট্টগ্রাম–১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় একজন নেতা বক্তব্যে বলেন, ‘আমাদের শক্ত এজেন্ট থাকা লাগবে। কেন্দ্র থেকে জামায়াত শিবিরের লোকজনের ছবি দেখে দেখে বের করে দিবেন। বাহিরে আমরা ১০০-২০০ সেচ্ছাসেবক দলের লোকের থাকবো। ১ সেকেন্ড ও দাড়ায় থাকতে পারবে না জামায়াত শিবিরের পোলাপান।’
এই বক্তব্যে সমালোচনার শুরু হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও অনেকে সংকার কথা প্রকাশ করেন।
সভাটি কে-এল ব্লক সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কে-এল ব্লক, সোনালী, কর্ণফুলী ও বসুন্ধরা আবাসিক এলাকার দুটি ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আলোচনায় ভোটকেন্দ্রে শক্ত অবস্থান নিশ্চিত করার কথা বলা হয়। এজেন্টদের সক্রিয় থাকার ওপর জোর এবং ভোটকেন্দ্রে প্রতিপক্ষের কর্মীদের শনাক্ত করে বের করে দেওয়ার কথা উল্লেখ করা কথা বলা হয়। একই সঙ্গে কেন্দ্রের বাইরে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেবে বলেও নিশ্চিত করতে বলা হয়।
আলোচনা সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, এজেন্ট নিয়োগ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।







