মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজের সময় প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণে দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজির মাজারসংলগ্ন এলাকায় সংস্কারকাজ চলাকালে এই প্রাচীন ধর্মীয় স্থাপনার অস্তিত্ব শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ বলেন, কায়সারি বিভিন্ন সভ্যতার নিদর্শন ধারণকারী একটি ঐতিহাসিক শহর। আনাতোলিয়ায় ইসলামের ইতিহাসে এই শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি জানান, নগর সংস্কারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছিল। কাজের সময় আশপাশের এলাকা উন্মুক্ত হলে মালিক মুহাম্মদ গাজির মাজারের কাছেই একটি প্রাচীন মাদরাসার কাঠামোগত চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি তাদের জন্য বিস্ময়কর হলেও ঐতিহাসিকভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজিকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামি ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
কায়সারির মেয়র আরও বলেন, প্রাপ্ত স্থাপনাটি নিয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদরাসাটির যথাযথ সংরক্ষণ ও সংস্কারের জন্য তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।







