প্রায় ৬০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করেছে ইরান। দেশটির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ ইরানের বুশেহর শহরে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো রাজধানী তেহরানে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ইরানের গোয়েন্দা বাহিনী একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই গোষ্ঠীর সদস্যদের হত্যাকাণ্ডসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্তে জানা গেছে, গোষ্ঠীটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা চোরাকারবারিদের মাধ্যমে এসব অস্ত্র সংগ্রহ করেছিল। উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে দেশজুড়ে বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ছিল বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় ২০ দিন ধরে ইরানজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ৪৭ বছরে এ ধরনের ব্যাপক বিক্ষোভ ইরান আগে দেখেনি বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকায় এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে।
