ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় যুক্ত জুয়েল নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনসহ অশোভন আচরণ করেন। এ সময় তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্চবাচ্য ও অশালীন আচরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি জানালে রুমিন ফারহানা ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে যান। তিনি বলেন, ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আজকে ভদ্রভাবে বলছি, পরেরবার ভদ্রতা করব না। আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না।’ এ সময় তিনি প্রশাসনের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন বলেও অভিযোগ ওঠে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন।
