বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাস্তানির সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনো জায়গা নেই। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে এখনই দল ছেড়ে দেওয়া উচিত।
বুধবার রাজধানীতে এক রাজনৈতিক সভা ও কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামেই দলটি রাজপথে রয়েছে। এই সংগ্রামের সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস বা মাস্তানির কোনো সম্পর্ক নেই। যারা এসব অপকর্মে জড়িত, তারা বিএনপির আদর্শ ধারণ করে না।
তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই—কেউ যদি চাঁদাবাজি, দখলদারি বা মাস্তানি করে থাকেন, তাহলে এখনই বিএনপি ছেড়ে দিন। বিএনপির ব্যানারে এসব অপকর্ম বরদাশত করা হবে না।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই বিএনপির প্রধান লক্ষ্য। জনগণের ওপর জুলুম, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে রাজনীতি করা বিএনপির নীতি নয়। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। এই লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দল তাদের দায় নেবে না।
আমির খসরু আরও বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সে ক্ষেত্রে দলীয় পরিচয়ে কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। এখন থেকেই সবাইকে নিজেদের সংশোধন করার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে দলের ভেতরে শৃঙ্খলা জোরদার করা এবং জনসমর্থন বাড়ানোর বার্তা দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।







