২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী দিন। গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন হিসেবে আধিপত্য বিস্তার করে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজ কায়েমকারী বাংলাদেশ ছাত্রলীগকে অন্তবর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এই রূপান্তরের পরই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির নতুন এক প্রবণতা লক্ষ্য করা যায়— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন বিরোধী ছাত্র সংগঠনে অনুপ্রবেশ করছে। নিম্নে এই বিষয়ে উল্লেখযোগ্য কিছু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
| তারিখ | ঘটনা | মোট সংখ্যা |
| ২০.০২.২০২৫ – ২৪.০৮.২০২৫ পর্যন্ত | ছাত্রলীগ থেকে ছাত্রদলে অনুপ্রবেশের ঘটনা | ৯৩ |
এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ২১ টি ঘটনার সংক্ষিপ্ত ও বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল:
| বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান | তারিখ | ঘটনা | বিস্তারিত | সূত্র |
| ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) | ১৪ নভেম্বর ২০২৪ | ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা | ৩০ জন নেতার বিরুদ্ধে অভিযোগ,যারা পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরে ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়। | প্রথম আলো, দেশ রূপান্তর, আমাদের সময়, দৈনিক ইত্তেফাক |
| ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) | ৯ আগস্ট ২০২৫ | ১৮ হল কমিটির ঘোষণা | ১৫ জন নেতার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পর্কের অভিযোগ, তাদের মধ্যে ১৫ জুলাইয়ের হামলায় জড়িত ছিলেন। | দৈনিক ইত্তেফাক |
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) | ৮ জানুয়ারি ২০২৫ | ১৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা | ১৩ জন সাবেক ছাত্রলীগ কর্মী অন্তর্ভুক্ত, যা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। | বার্তা বাজার, ফেস দ্য পিপল, যুগান্তর, নাগরিক টিভি |
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) | ৯ আগস্ট ২০২৫ | বর্ধিত কমিটি এবং হল কমিটি ঘোষণা | ৩৭০ সদস্যের কমিটি গঠন, এর মধ্যে হত্যাকাণ্ডের আসামি এবং সাবেক ছাত্রলীগ কর্মী রয়েছেন। | প্রথম আলো |
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) | ১০ আগস্ট ২০২৫ | ২১ হল কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে সাবেক ছাত্রলীগ কর্মী নিয়োগ | সাবেক ছাত্রলীগ কর্মী ইমরান নাজিজকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে,যার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল। | Bd Today |
| ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) | মার্চ ২০২৫ | ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগ | ১৫ জন নেতা পদত্যাগ করেন, পরে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি কমিটি স্থগিত করে। | বিডিনিউজ২৪, প্রথম আলো |
| গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ১৪ মার্চ ২০২৫ | আংশিক কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তি | ১৫ জন সাবেক ছাত্রলীগ কর্মী কমিটিতে স্থান পেয়েছেন, যার মধ্যে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ছিলেন। | শামপ্রতীক দেশকাল, ডেইলি ক্যাম্পাস |
| পাবনা মেডিকেল কলেজ (পামেক) | ২৩ মার্চ ২০২৫ | ২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মী নিয়োগ | ১১ জন সাবেক ছাত্রলীগ কর্মী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পর কমিটি স্থগিত করা হয়। | সময় নিউজ, খবর সংযোগ |
| জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | আগস্ট-সেপ্টেম্বর ২০২৪ | সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিমের প্রভাব বিস্তার | রাতের বেলা ছাত্রদের হয়রানি, সিট দখল ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ। | দেশ রূপান্তর |
| নোয়াখালী বামনী ডিগ্রি কলেজ | মার্চ ২০২৫ | কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তি | ৭ জন নেতা পদত্যাগ করেন, কারণ তাদের মতে কমিটিতে ছাত্রদলের প্রকৃত কর্মীরা নেই। | ঢাকা পোস্ট, প্রতিদিনের বাংলাদেশ |
| তিতুমীর কলেজ | ৩ ফেব্রুয়ারি ২০২৫ | বিতর্কিত নেতাদের পদায়ণ | একাধিক নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তা, চাঁদাবাজি ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ। | দেশ রূপান্তর |
| লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদল | ১০ মার্চ ২০২৫ | ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তির কারণে দলীয় বিরোধ সৃষ্টি | ৩ জন সাবেক ছাত্রলীগ নেতাকে যুগ্ম আহ্বায়ক পদে নিয়োগ দেওয়া হলে প্রতিবাদ সৃষ্টি হয়। | কালবেলা, দেশকাল, সময় নিউজ |
| ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) | মার্চ ২০২৫ | কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের প্রাধান্য দেওয়ার অভিযোগ | ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এই অভিযোগ করেন যে, আন্দোলনে সক্রিয় নেতাদের বাদ দেওয়া হয়েছে। | দেশ রূপান্তর, কালবেলা |
| শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) | ১৪ মার্চ ২০২৫ | কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তি | ১০ জন সদস্যের বিরুদ্ধে পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে। | দৈনিক ইত্তেফাক |
| রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) | ২৩ মার্চ ২০২৫ | কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তি | নূর ইসলামের ছাত্রলীগের সাথে সম্পর্কের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। | প্রথম আলো |
| ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) | মার্চ ২০২৫ | কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তি | ফেরদৌস আহমেদ মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। | দ্য ডেইলি ক্যাম্পাস |
| চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা | ২৯ জানুয়ারি ২০২১ | নতুন কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তি | ছাত্রদলের প্রকৃত কর্মীরা অভিযোগ করেন, কমিটির বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতারা। | বাংলা নিউজ২৪.com |
| জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) | ডিসেম্বর ২০২৪ | কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তি | পদবঞ্চিত ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং কমিটি বাতিলের দাবি তোলে। | ঢাকা পোস্ট |
| গাজীপুর মহানগর | ৫ এপ্রিল ২০২৫ | সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের ছাত্রলীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ | সামাজিক মাধ্যমে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হলে অভ্যন্তরীণ ক্ষোভ দেখা দেয়। | যুগান্তর |
| পটুয়াখালী | ৭ মে ২০২৫ | মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতারা ছাত্রদলে পদ পান | ছাত্রলীগের সম্মুখভাগে থাকা নেতাদের ছাত্রদলে পদ দেওয়া হয়, যা বিতর্ক সৃষ্টি করে। | সমকাল |
| নাটোর | ২০ মে ২০২৫ | ছাত্রলীগ নেতার ছাত্রদল সভাপতি পদে নিয়োগ | মো. শাকিল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হিসেবে পদ পেয়েছেন। | Bd Today |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):
২০২৪ সালের ১৪ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পরপরই অভিযোগ উঠে, অন্তত ৩০ জন নেতা পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্যাপক বিতর্কের মুখে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ছয়জন নেতাকে অব্যাহতি দেয়।
তথ্যসূত্র: প্রথম আলো, দেশ রূপান্তর, দৈনিক আমাদের সময়, দৈনিক ইত্তেফাক[1]
৯ আগস্ট ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী, ১৫ জুলাইয়ের হামলায় জড়িত থাকা একাধিকজন স্থান পেয়েছেন কমিটিতে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক[2]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি):
২০২৫ সালের ৮ জানুয়ারি ঘোষিত ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে অন্তত ১৩ জন ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ ওঠে। এই পদায়ন নিয়ে সংগঠনের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং গণমাধ্যমে বিষয়টি আলোচিত হয়।
তথ্যসূত্র: বার্তা বাজার, ফেস দ্য পিপল, যুগান্তর, নাগরিক টিভি[3]
৯ আগস্ট ২০২৫, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি এবং ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে পদ পেয়েছেন হত্যা মামলার আসামি এবং ছাত্রলীগ কর্মীরাও। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। একই দিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন (বাবর) ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ১৭টি আবাসিক হল ও ১টি অনুষদের কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৬ জানুয়ারি ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। সেই হিসাবে কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।
তথ্যসূত্র: প্রথম আলো[4]
১০ আগস্ট, ২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছিনতাইয়ের দায়ে বহিষ্কৃত এক সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের ২১ নম্বর হল কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৮ আগস্ট ১৭টি হল কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ২১ নম্বর হলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান নাজিজের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২০ মার্চ ঘুরতে আসা চার বহিরাগত শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি ও ১০ হাজার টাকা ছিনতাই করে ইমরান নাজিজ। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাকে ৯ মাসের জন্য বহিষ্কার করে।
তথ্যসূত্র: Bd Today[5]
ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়):
মার্চ ২০২৫-এ ঘোষিত ডুয়েট ছাত্রদল কমিটিতে ছাত্রলীগকে জায়গা দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে সভাপতি, সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদকসহ কমিটির ২৮ নেতার মধ্যে ১৫ জন পদত্যাগ করেন। পরে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি কমিটিটি স্থগিত ঘোষণা করে।
তথ্যসূত্র: বিডিনিউজ২৪[6], প্রথম আলো
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গত ১৪ মার্চ, ২০২৫-এ ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটিতে অন্তত ১৫ জন সাবেক ছাত্রলীগ কর্মীর অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সভাপতি দুর্জয় শুভ ও সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান রাকিব — উভয়ের পুরনো ছাত্রলীগ সংশ্লিষ্টতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র: Shampratik Deshkal[7], Daily Campus
পাবনা মেডিকেল কলেজ (পামেক):
২০২৫ সালের ২৩ মার্চ, পামেক ছাত্রদলের ২২ সদস্যের কমিটিতে অন্তত ১১ জন ছাত্রলীগের সাবেক নেতাকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠে। বিষয়টি গণমাধ্যমে আলোচিত হলে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি তাৎক্ষণিকভাবে কমিটি স্থগিত করে।
তথ্যসূত্র: সময় নিউজ[8], খবর সংযোগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ, ছাত্রদলের পরিচয়দানকারী আব্দুর রহিম নামের এক নেতা, যিনি ২০১৭ সালে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের হলে প্রভাব বিস্তার শুরু করেন। তার বিরুদ্ধে রাতের বেলা ছাত্রদের হয়রানি, ব্যক্তিগত তথ্য তালিকাভুক্তকরণ, এবং সিট দখলের অভিযোগ ওঠে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর[9]
নোয়াখালী বামনী ডিগ্রি কলেজ:
বামনী ডিগ্রি কলেজে ঘোষিত ছাত্রদল কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। এতে ১১ সদস্যের মধ্যে ৭ জন নেতা পদত্যাগ করেন এবং পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট[10], প্রতিদিনের বাংলাদেশ
তিতুমীর কলেজ
২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি, তিতুমীর কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে পদপ্রাপ্ত একাধিক নেতার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যেমন, জাবেদ ইকবাল, আব্দুল হামিদ, জিহাদ হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তা, চাঁদাবাজি ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ ওঠে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর[11]
লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদল:
২০২৫ সালের ১০ মার্চ ঘোষিত এই কমিটিতে ছাত্রলীগের তিনজন সাবেক নেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র দলীয় বিরোধ তৈরি হয়। সংগঠনের ভেতর থেকে এই নিয়ে প্রতিবাদ এবং প্রতিকার চেয়ে অভিযোগ করা হয়।
তথ্যসূত্র: কালবেলা, দেশকাল, সময় নিউজ[12]
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB):
২০২৫ সালের মার্চে ঘোষিত IUB ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেন, আন্দোলনে সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে অযোগ্য এবং সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর, কালবেলা[13]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি):
২০২৫ সালের ১৪ মার্চ, শাবিপ্রবি শাখা ছাত্রদলের ৭৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। তবে, কমিটিতে অন্তত ১০ জন সদস্যের বিরুদ্ধে পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সহ-সাধারণ সম্পাদক মো. মোবিন সিদ্দিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাহাত হাসান হৃদয়, সহ-সাধারণ সম্পাদক নুর আলম রাজিবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক[14]
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক):
২০২৫ সালের ২৩ মার্চ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নূর ইসলাম সভাপতি ও রীমন আলী সাধারণ সম্পাদক মনোনীত হন। তবে কমিটি ঘোষণার পরপরই নূর ইসলামের ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা পুরনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠে, নূর ইসলাম ছাত্রলীগের পদধারী না হলেও একসময় কলেজ হলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কর্মী ছিলেন।
তথ্যসূত্র: প্রথম আলো[15]
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU):
২০২৫ সালের মার্চ মাসে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের নবগঠিত কমিটিতে ফেরদাউস আহমেদ মিঠু সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। পরবর্তীতে জানা যায়, তিনি পূর্বে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের ডিআইইউ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
তথ্যসূত্র: The Daily Campus[16]
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা
২০২১ সালের ২৯ জানুয়ারি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ থেকে আসা নেতাদের পদায়ন নিয়ে সংগঠনের একাংশ প্রতিবাদ জানায়। পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কমিটির বেশিরভাগই ছাত্রদলের প্রকৃত কর্মী নয় এবং অনুপ্রবেশকারী।
তথ্যসূত্র: BanglaNews24.com[17]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি):
২০২৪ সালের ডিসেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর অছাত্র, অনিয়মিত ছাত্র এবং ছাত্রলীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পদবঞ্চিত ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং কমিটি বাতিলের দাবি তোলে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট[18]
গাজীপুর মহানগর:
২০২৫ সালের ৫ এপ্রিল, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণের ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা ছবি ভাইরাল হলে সংগঠনের অভ্যন্তরে ক্ষোভ দেখা দেয় এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
তথ্যসূত্র: যুগান্তর[19]
০৭ এপ্রিল, ২০২৫ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ হাসান এখন প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্রীপুরের সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা নাহিদ হাসান রাতারাতি হয়ে গেছেন ছাত্রদলের ত্যাগী নেতা। বাগিয়ে নিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ।
নাহিদ হাসান নিজের নামেও সামান্য পরিবর্তন করেছেন। আওয়ামী লীগের ব্যানারে নিজের নাম নাহিদ আলম লিখলেও এখন তিনি নাহিদ হাসান লিখছেন।
তথ্যসূত্র: প্রতিদিনের কাগজ[20]
পটুয়াখালী
০৭ মে ২০২৫ পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাকিব আল-হাসান রাফি। এবার তিনি ওই কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হয়েছেন। শুধু প্রচার সম্পাদকই নয় সভাপতি-সম্পাদক করা হয়েছে যাদের, তারাও ছিলেন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সম্মুখভাগে।
তথ্যসূত্র: সমকাল[21]
নাটোর
২০ মে, ২০২৫ নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সভাপতি করা হয়েছে।ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।
তথ্যসূত্র: Bd today[22]
[1] https://shorturl.at/D6VH5
[2] https://www.ittefaq.com.bd/746022/%E0%A6%A2%
[3] https://nagorik.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-6/
[4] https://www.prothomalo.com/bangladesh/district/rqguhq33dh
[5] https://bdtoday.net/politics/50176
[6] https://bangla.bdnews24.com/samagrabangladesh/e5fb8ddb4a54
[7] https://shorturl.at/Gve7o
[8] https://www.somoynews.tv/news/2025-03-25/6DITMv7E
[9] https://shorturl.at/rZRBK
[10] https://www.dhakapost.com/country/353403
[11] https://shorturl.at/EcikL
[12] https://www.somoynews.tv/news/2025-03-11/SJuSxzML
[13] https://www.kalbela.com/ajkerpatrika/lastpage/175035
[14] https://shorturl.at/QWeZn
[15] https://www.prothomalo.com/bangladesh/district/dr4ohpjo0x
[16] https://www.kalbela.com/ajkerpatrika/lastpage/175035
[17] https://www.banglanews24.com/politics/news/bd/835571.details
[18] https://www.dhakapost.com/exclusive/332251
[19] https://www.jugantor.com/country-news/937457
[20] https://pkagoj.com/articles/611934
[21] https://samakal.com/whole-country/article/294356/%E0%A6%86%E0%A6%97%E0%A7%87
[22] https://bdtoday.net/politics/33356







