সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে একটি যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্ট আহমাদ আল-শারা এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এসডিএফ-এর সব সামরিক ইউনিট ফোরাত নদীর পূর্বে প্রত্যাহার ও পুনঃমোতায়েন করা হবে। দেইর ইজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে। এসব এলাকার সব বেসামরিক প্রতিষ্ঠান রাষ্ট্রের অধীনে যাবে এবং বর্তমান কর্মীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থায়ীকরণের জন্য ডিক্রি জারি করা হবে।
হাসাকা প্রদেশের সব বেসামরিক প্রশাসন ও প্রতিষ্ঠান সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। একই সঙ্গে এসডিএফ নিয়ন্ত্রিত সব সীমান্ত ক্রসিং, তেলক্ষেত্র ও গ্যাসক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ সিরিয়া সরকার গ্রহণ করবে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সরকারি বাহিনী মোতায়েন করা হবে এবং কুর্দি অধ্যুষিত এলাকার বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

চুক্তির আওতায় এসডিএফ-এর সব সামরিক ও নিরাপত্তা সদস্যকে পৃথকভাবে যাচাই শেষে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হবে। তাদের সামরিক পদমর্যাদা, বেতন ও লজিস্টিক সুবিধা দেওয়া হবে। এসডিএফ নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছে, সাবেক আসাদ শাসনামলের অবশিষ্ট সদস্যদের তারা দলে নেবে না এবং উত্তর-পূর্ব সিরিয়ায় থাকা এমন কর্মকর্তাদের তালিকা সরকারকে সরবরাহ করবে।

রাজনৈতিক অংশগ্রহণ ও স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে হাসাকা প্রদেশের গভর্নর নিয়োগ দেওয়া হবে। কোবানি (আইন আল-আরব) শহর থেকে ভারী সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হবে এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি নিরাপত্তা বাহিনী গঠন করা হবে, যা প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে।
চুক্তিতে আরও বলা হয়েছে, আইএসআইএস বন্দি ও শিবিরসংক্রান্ত প্রশাসন এবং নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে সিরিয়া সরকার গ্রহণ করবে। জাতীয় অংশীদারিত্বের অংশ হিসেবে এসডিএফ প্রস্তাবিত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোতে উচ্চপদস্থ সামরিক, নিরাপত্তা ও বেসামরিক নিয়োগ দেওয়া হবে।
এছাড়া ২০২৬ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ নং–১৩-কে স্বাগত জানানো হয়েছে, যেখানে কুর্দি সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার, নাগরিকত্বহীনদের সমস্যা এবং পুরনো সম্পত্তি-সংক্রান্ত দাবির সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির অংশ হিসেবে এসডিএফ সিরিয়ার বাইরে থেকে আসা সব অ-সিরীয় পিকেকে নেতা ও সদস্যদের দেশ থেকে অপসারণে সম্মত হয়েছে।
চুক্তিতে উল্লেখ করা হয়েছে, সিরিয়া সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে আন্তর্জাতিক জোটের সক্রিয় সদস্য হিসেবে আইএসআইএসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। একই সঙ্গে আফরিন ও শেখ মাকসুদ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়ে সমঝোতার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।







