টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে যুবদল নেতাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বিকেলে সুলতান সালাউদ্দিন টুকুর ১০–১২ জন সমর্থক একটি কর্মসূচির দাওয়াত শেষে ফেরার পথে শান্তিকুঞ্জ মোড়ের একটি চা-স্টলে বসে ছিলেন। এ সময় ফরহাদ ইকবাল সেখানে উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকানি দেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলায় ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, একজনের মাথায় দেড় ডজনের মতো সেলাই দিতে হয়েছে, একজনের পা ভেঙে গেছে এবং আরও দুজনের হাতের রগ কেটে গেছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বেই এই হামলা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে পুলিশের পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে। এখনো এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।







