জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত জঘন্য এবং সরকার এর তীব্র নিন্দা জানায়।
তিনি বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রেস সচিব বলেন, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে অস্ত্রগুলো উদ্ধার করার।
বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, এতে মনোবল ক্ষতিগ্রস্ত হবে না। বরং এই ঘটনা বাহিনীর সদস্যদের সংকল্প ও দৃঢ়তা আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।







