মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ নির্বাচনের মাঠে থেকে গেছেন। দলীয় সিদ্ধান্ত, সতর্কতা ও বহিষ্কারের পরও তাঁরা প্রার্থীতা প্রত্যাহার করেননি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে ৭৯টি আসনে বিএনপির মোট ৯২ জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।
শুরুতে ১১৭টি আসনে বিএনপির প্রায় ১৯০ জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে কয়েকজনের মনোনয়ন বাছাইপর্বে বাতিল হয়েছে এবং অনেকে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি ইতোমধ্যে অন্তত ১০ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করেছে। তবে তা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থীদের একটি বড় অংশ নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর একজন বিদ্রোহী প্রার্থীর তথ্যও পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২৯ ডিসেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।







