কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার দিনই প্রচারণা চালানোর অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ–সমর্থিত এক প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয়ের সংলগ্ন স্থানে আয়োজিত একটি শোডাউনের সময় ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে বিষয়টি। এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা। তা সত্ত্বেও অভিযুক্ত প্রার্থী ওই দিন বিকেলে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে একটি বড় শোডাউন বের করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন,“নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অথবা শিরোনাম–লিড আলাদা করে
পুনর্লিখন করে দিতে পারি।
