দেশের কৃষকদের সমস্যা সমাধান এবং পানির সংকট নিরসনে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাত পৌনে একটায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান এ সময় খাল খনন কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের প্রশ্ন করেন। উত্তরে বয়োজ্যেষ্ঠ কয়েকজন ব্যক্তি জানান, তারা এই কর্মসূচি নিজের চোখে দেখেছেন এবং এর সুফল পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের পানির সমস্যার স্থায়ী সমাধান এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ আবারও নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা, বোন ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তারেক রহমান।
সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে তিনি বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দলের নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আল্লাহর রহমতে ইনশা আল্লাহ এখান থেকেই এই যাত্রা শুরু করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের অনেক মানুষ লন্ডনে পাড়ি জমান। এ বাস্তবতা মাথায় রেখে বিএনপি তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, ডা. জুবাইদা রহমান যেমন এই এলাকার সন্তান, তিনিও নিজেকে এই এলাকারই সন্তান মনে করেন। পরিবারের একজন সদস্য হিসেবে আবারও এলাকাবাসীর কাছে দাবি রেখে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই এলাকা থেকে ধানের শীষ আবারও জয়যুক্ত হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫–১৬ বছরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। স্বৈরাচারী শাসনামলে মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয়েছে এবং ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।







