স্কাই নিউজ আরাবিয়ার দাবি অনুযায়ী, ফিলিস্তিনি সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হয়েছে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় হামাস তাদের কাছে থাকা অস্ত্রের তথ্য এবং গাজা উপত্যকায় বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের মানচিত্র যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হামাসকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে হামাসের শীর্ষ নেতাদের নিরাপদে গাজা ত্যাগের সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।
তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে। বিশেষ করে হামাসকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তেলআবিব উদ্বেগ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্কাই নিউজ আরাবিয়া জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চললেও এখনো চুক্তিটি চূড়ান্ত হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, হামাস বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।







