দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বরাতে বিভিন্ন দাবি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে দেশে ফেরার প্রক্রিয়ায় আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতায় কিছু অঘোষিত শর্ত ও সমঝোতার বিষয় আলোচনায় এসেছে বলে দাবি করা হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম শর্ত হিসেবে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত কিছু ব্যক্তির পুনর্বাসনের বিষয়টি আলোচনায় ছিল। দ্বিতীয় শর্তে বাংলাদেশের অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারতের মতামত বা অনুমতির বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হয়। তৃতীয় শর্ত হিসেবে দেশীয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ওপর নিয়ন্ত্রণ বা দমনমূলক নীতির প্রসঙ্গও প্রতিবেদনে উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, এসব বিষয় আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবি সম্পর্কে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। একইভাবে বাংলাদেশ সরকার বা ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিতকরণ আসেনি।
তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এ প্রেক্ষাপটে আনন্দবাজারের প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।







