পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, নির্বাচনের এক মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায়, জনগণ এবার তাদের বয়কট করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠে আসন্ন জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, যাদেরকে নির্বাচনের এক মাস আগে দেখা যায়, কিন্তু পরবর্তী চার বছর ১১ মাস এলাকায় খুঁজে পাওয়া যায় না—এমন লোকদের মানুষ আর বিশ্বাস করে না। তিনি বলেন, যাদের দ্বারা সাধারণ মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে এবং যারা জনগণের ভোগান্তির কারণ হয়েছে, তাদের বিরুদ্ধে এবার জনগণ অবস্থান নেবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন জনগণের জন্য একটি সিদ্ধান্তের সময়। মানুষ আর মুখোশধারী রাজনীতি দেখতে চায় না। যারা সত্যিকার অর্থে জনগণের পাশে ছিল না, তাদের প্রত্যাখ্যান করাই হবে এই নির্বাচনের বার্তা।







