বিপিএল ফাইনাল ম্যাচের পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে তিনি হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের জোরালো দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, বিপিএল ফাইনাল খেলা চলাকালে তিনি দাঁড়িয়ে দেখছিলেন, কীভাবে উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল হাসিখুশি মনে খেলা উপভোগ করছেন। সেই সময় রাজশাহী থেকে আনা একটি প্ল্যাকার্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ভেবেছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে অসংখ্য প্ল্যাকার্ড থাকবে, যার ভিড়ে তারটি আলাদা করে চোখে পড়বে না। কিন্তু বাস্তবে তিনি তেমন কোনো চোখে পড়ার মতো প্ল্যাকার্ড দেখেননি।
তিনি আক্ষেপ করে লেখেন, শহীদ শরিফ ওসমান হাদির মতো একটি গুরুতর হত্যাকাণ্ডের ইস্যু থেকে যদি একটি জাতি এত সহজে বেরিয়ে আসতে পারে, তাহলে সেই জাতি কীভাবে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে—সে প্রশ্ন থেকেই যায়।
পোস্টে সালাহউদ্দিন আম্মার স্পষ্টভাবে বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এখন আর কোনো রাজনৈতিক বা সাময়িক ইস্যু নয়, এটি ন্যায়বিচার ও রাষ্ট্রের নৈতিকতার প্রশ্ন। তিনি দ্রুত, স্বচ্ছ ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্র থেকে হাদি হত্যার বিষয়টি সরে যাওয়ায় ন্যায়বিচার প্রক্রিয়া নিয়েই গুরুতর প্রশ্ন তৈরি হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মহল থেকে আবারও শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
