কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো এবং মসজিদের খুতবায় এ বিষয়ে বয়ান দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেন, জুলাই আন্দোলনের সফলতার পর একটি সনদের কথা সামনে এসেছে। সেই সনদের বৈধতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের, আর সেই লক্ষ্যেই জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল।
জেলা প্রশাসক জানান, তফসিলে উল্লেখিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাসিম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে জেলার সাত শতাধিক ইমাম অংশ নেন।
