বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল গ্রহণ করছে বলে0p অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা কার্ডের নামে এক ধরনের ভোট কেনার প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু মানুষ এখন আর এসব বিশ্বাস করছে না। কারণ আগেও এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বহুবার দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন না এবং ১০ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিদ্যুতের তারে পোস্টার ঝোলানো হচ্ছে, অথচ আমরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়ছি। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, বলেন তিনি।
মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী জোটগুলো নানা আশ্বাস দিচ্ছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। মানুষ এখন প্রশ্ন করে—এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কীভাবে।
তিনি আরও বলেন, গণভোটের প্রচারণা চালানোর অভিযোগে এনসিপি নেতাদের নির্বাচন কমিশন শোকজ করলেও আচরণবিধি লঙ্ঘনকারী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
১৬ বছর পর দেশে একটি তুলনামূলক সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা মানুষকে ভয়মুক্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে উৎসাহিত করছি। এবারের নির্বাচন শুধু ভোট নয়, এটি এক ধরনের গণভোটও। কিন্তু বিভিন্ন এলাকায়, এমনকি আমার নিজের এলাকাতেও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
ঢাকা-১১ আসনের সমস্যা সমাধানের অঙ্গীকার করে তিনি বলেন, এই এলাকায় তীব্র পানি ও গ্যাস সংকট রয়েছে। পাশাপাশি মাদকের দৌরাত্ম্য তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনিক সংশ্লিষ্টতা ও রাজনৈতিক আশ্রয়—এই দুই জায়গায় আঘাত হানতে হবে। তাহলেই সমস্যার সমাধান সম্ভব।
ভোটকেন্দ্র পাহারার বিষয়ে তিনি বলেন, এবার তরুণ সমাজ শুধু ভোট দিতে নয়, ভোটকেন্দ্র পাহারা দিতেও প্রস্তুত। ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রেই থাকবে। যদি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রশ্নে ব্যর্থ হয়, তাহলে কমিশনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নামা হবে। এটি নির্বাচন কমিশনের জন্য আগাম সতর্কবার্তা।
এদিন ভাটারা থানা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন নাহিদ ইসলাম।







