একটি দলকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি বা মন্ত্রিত্ব পাওয়ার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে দেশ ও মানুষের কল্যাণ এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে যারা ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে, সেই রঙিন স্বপ্ন বাস্তবায়িত হবে না বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী ঐক্য গঠনের যে উদ্যোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়েছিল, তা সারা দেশের মানুষ আগ্রহের সঙ্গে গ্রহণ করেছিল। একপর্যায়ে সাধারণ মানুষ সেই উদ্যোগের প্রতি ঝুঁকেও পড়েছিল। কিন্তু আন্দোলন যখন সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছিল, তখন স্বার্থান্বেষী কিছু দল ইসলামের একমাত্র ব্যালট বাক্সকে ব্ল্যাকমেইল করে, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
তিনি বলেন, ওই দলগুলোর নেতাদের বিভিন্ন জায়গায় বলতে শোনা গেছে যে, তারা শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না; প্রচলিত আইন দিয়েই দেশ পরিচালনা করবে। যা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। নামাজ, হজ, ন্যায়ের কথা বলা—এসবই শরিয়াহর অংশ উল্লেখ করে তিনি বলেন, শরিয়াহ বাদ দিয়ে প্রচলিত আইনের পক্ষে অবস্থান নেওয়ায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
চরমোনাই পীর আরও বলেন, যে ঐক্যের স্বপ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেছিল, তা রেখে কিছু দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে। তাদের মাধ্যমে দেশ প্রতারিত হবে এবং আবারও অনিশ্চয়তার দিকে চলে যাবে। ইসলামী আন্দোলন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগোচ্ছিল, তা বাস্তবায়ন সম্ভব হবে না বুঝেই তারা সেই পথ থেকে সরে এসেছে বলে জানান তিনি।
সোনারগাঁ থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







