তুরস্ক ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, নিরাপদ বলয়ে থাকা পশ্চিমারা এখন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। বৈশ্বিক ব্যবস্থার অসারতা ও অবিচার নিয়ে তুরস্ক দীর্ঘদিন যে সমালোচনা করে আসছিল, আজ আন্তর্জাতিক অঙ্গনে সেই একই সুর শোনা যাচ্ছে এবং সমালোচকরাও এখন সেই বাস্তবতা স্বীকার করছে।
সিরিয়া প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক শুরু থেকেই ইতিহাসের সঠিক অবস্থানে দাঁড়িয়ে ঈমানি ও প্রতিবেশিসুলভ দায়িত্ব পালন করেছে। তার মতে, উত্তর সিরিয়া থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল হলে আরব, তুর্কমেন, কুর্দি কিংবা খ্রিস্টান—জাতি ও ধর্ম নির্বিশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তখন সিরিয়া সমৃদ্ধি ও স্থিতিশীলতার একটি বাতিঘরে পরিণত হবে।
তিনি আরও বলেন, কোনো জাতিগত বা মাজহাবি বিভাজনের পথে না গিয়ে ইসলামী ভ্রাতৃত্বের অভিন্ন ভিত্তিতেই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাজন ও শত্রুতা এই অঞ্চলকে আরও দুর্বল করে তুলবে বলে সতর্ক করেন তিনি।
প্রেসিডেন্ট এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো ফিতনা ও উস্কানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মেরুকরণ ও দলাদলি এই অঞ্চল ও এখানকার জনগণের জন্য কেবল যন্ত্রণা ডেকে আনবে, তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
