রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার পূর্ব দিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি ঘটে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা ঝাঁকুনি অনুভব করার কথা জানান। কেউ কেউ বলেন, ঝাঁকুনি তুলনামূলকভাবে স্পষ্ট ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা কম্পনটি বেশি অনুভব করেছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমিকম্পটি মৃদু হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি।







