নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অমান্য করে তার সংসদীয় আসন ঢাকা-১৭ জুড়ে নিষিদ্ধ পিভিসি ব্যানার ও পোস্টার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের মোড়, বৈদ্যুতিক খুঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় আকারের ডিজিটাল পিভিসি ব্যানার টাঙানো হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার ও পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তারেক রহমানের প্রচারে এসব উপকরণ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে বলা হয়, শুধু পিভিসি ব্যানারই নয়, আচরণবিধিতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও রশি ব্যবহার করে পোস্টার ঝুলিয়ে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষের বাসাবাড়ির দেয়ালে ইশতেহার ও পোস্টার লাগানো হয়েছে, যা নির্বাচন কমিশনের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, নির্বাচনের শুরুতেই যদি একজন দলের প্রধান প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করেন, তাহলে নির্বাচনী শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তারা মনে করছেন, ক্ষমতায় গেলে আইন ও বিধির প্রতি শ্রদ্ধা কতটা থাকবে—সে বিষয়েও সংশয় তৈরি হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে কমিশনের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকরা। তারা বলছেন, আচরণবিধি কার্যকর করতে দল-মত নির্বিশেষে সমানভাবে আইন প্রয়োগ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে।







