জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু ভোট দিয়ে কেন্দ্র ছেড়ে আসলেই দায়িত্ব শেষ নয়; ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।
সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা একসময় কেড়ে নেওয়া হয়েছিল। যারা এ কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এখন নতুন করে আরেকটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান। তার ভাষায়, ভোট দিয়ে কেন্দ্র ছেড়ে গেলে চলবে না; ভোটের সঠিক হিসাব বুঝে না নেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, এই দেশ আমাদের সবার। সকল ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে হবে। কারণ বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।







