অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চাপে ফেলতে দিল্লি শেষ দফার কূটনৈতিক ও রাজনৈতিক চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, আসন্ন রাজনৈতিক সমীকরণে ভারতের লক্ষ্য একটাই—ড. ইউনূসের নেতৃত্বাধীন সংস্কারমুখী অবস্থানকে দুর্বল করা এবং ‘না’ পক্ষকে জেতানো।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক বার্তা এবং আঞ্চলিক প্রভাব খাটিয়ে ড. ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা চলছে। বিশেষ করে নির্বাচন, মানবাধিকার ও ক্ষমতার রূপরেখা নিয়ে তাঁর কঠোর অবস্থান দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি দিল্লির ‘শেষ চেষ্টা’—কারণ মাঠের রাজনীতি ও জনমত ধীরে ধীরে ড. ইউনূসের পক্ষে যাচ্ছে। ফলে ‘না’ শিবিরকে বিজয়ী করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এদিকে ড. ইউনূস ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করার প্রশ্নই ওঠে না। জনগণের স্বার্থ ও একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তরই তাঁর একমাত্র অগ্রাধিকার।
বা সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ ফরম্যাটে,
কিংবা সম্পাদকীয় টোনে সাজিয়ে দিতে পারি।







