আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটের প্রধানদের নিয়ে সরাসরি টেলিভিশন বিতর্কের (লিডারশিপ ডিবেট) আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাসমিরুল ইসলাম উদয়। তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে এটি সময়ের দাবিতে পরিণত হয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তাসমিরুল ইসলাম উদয় বলেন, বর্তমানে এলাকাভিত্তিক বিচ্ছিন্ন নির্বাচনী ওয়াদা বা পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে ভোটারদের পক্ষে আপকামিং সরকারের সামগ্রিক রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা বোঝা সম্ভব হয় না। তিনি মনে করেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চান, তারা আগামী পাঁচ বছরে দেশকে কোথায় নিয়ে যাবেন—সেই পরিকল্পনা এক মঞ্চে দাঁড়িয়ে জাতির সামনে পেশ করা জরুরি।
তার মতে, এই ধরনের সরাসরি বিতর্ক আয়োজন করলে রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব কমবে। নির্বাচনে জয়ী হয়ে যেই ক্ষমতায় বসুক না কেন, রাষ্ট্রের কল্যাণে তারা সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার সুযোগ পাবেন। একই সঙ্গে এর ফলে জনগণ দল বা জোটগুলোর প্রকৃত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারবে, যা ভোটারদের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সহায়ক হবে।
প্রসিকিউটর উদয় আরও উল্লেখ করেন, জবাবদিহিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে এই নির্বাচনের আগেই ‘লিডারশিপ ডিবেট’ আয়োজন করা উচিত। এর মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
