ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গেলে মির্জা আব্বাসের অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা ও ডিম নিক্ষেপ করে। তিনি এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। তারেক রহমানকে এখন সিদ্ধান্ত নিতে হবে—তিনি কি দলে সন্ত্রাসীদের বসাবেন নাকি বহিষ্কার করবেন। আমি তাকে অনুরোধ করব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে যেন বিএনপি থেকে বহিষ্কার করা হয়।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে এই ন্যাক্কারজনক হামলার বিচার দিলাম। যারা ১২ তারিখে ভোট দেবেন, তারা ব্যালটের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও গ্যাংস্টারবাজির বিচার করবেন।” তিনি দাবি করেন, এই হামলার পেছনে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইলেকশন কমিশন সবকিছু দেখেও একটি দলের পক্ষে অবস্থান নিচ্ছে এবং উল্লাস করছে। তারা আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত না করেই খালি মাঠে ছেড়ে দিয়েছে।” এ সময় তিনি কমিশনকে সতর্ক করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে কমিশন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা ঘটলে রাজপথে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।







