টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী গণসংযোগের সময় জামায়াতে ইসলামীর কর্মীদের হেনস্তা ও নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) অর্জুনার ইউনিয়নের জগতপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জামায়াত কর্মীরা জগতপুরা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছিলেন। এ সময় তারা স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে ভোট চাইলে পার্শ্ববর্তী বিএনপি কর্মীরা সেখানে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এক পর্যায়ে তারা সেখানে থাকা এক বৃদ্ধ জামায়াত কর্মীকে শারীরিকভাবে হেনস্তা করেন।
খবর পেয়ে ভূঞাপুর উপজেলা জামায়াতের নেতা কাজী নুরুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও আক্রমণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত বিএনপি কর্মীরা জামায়াত নেতাদের মারধর করেন। এসময় মারধরের ঘটনাকে বৈধতা দিতে স্থানীয় এক বিএনপি কর্মী (ক্যাপ পরিহিত ও লাল দাড়ি বিশিষ্ট) নিজের পকেট থেকে টাকা বের করে উপস্থিত জনতার সামনে প্রচার করতে থাকেন যে, জামায়াত নেতারা এলাকায় টাকা বিলি করছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কাজী নুরুল ইসলামকে ফোনে কথা বলতে এবং হেনস্তার শিকার হতে দেখা গেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াতের পক্ষ থেকে এই পরিকল্পিত হামলার নিন্দা জানানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।







