তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি (MİT) এবং পুলিশের যৌথ অভিযানে ইরান-সংশ্লিষ্ট একটি শক্তিশালী গুপ্তচর চক্রের কর্মকাণ্ড নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতরা ইরানি গোয়েন্দা কর্মকর্তা নাজাফ রোস্তামি এবং মাহদি ইয়েকেহ দেহঘান-এর সরাসরি নির্দেশনায় কাজ করছিল। চক্রটির মূল লক্ষ্য ছিল তুরস্কের আদানায় অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসিরলিক বিমানঘাঁটির গোপন তথ্য সংগ্রহ করা। তারা এই ঘাঁটির বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে ইরানি গোয়েন্দাদের কাছে পাচার করছিল।

উল্লেখ্য, ইনসিরলিক বিমানঘাঁটিটি তুর্কি বিমান বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যৌথভাবে ব্যবহার করে থাকে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় এই ঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে। তুরস্কের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দীর্ঘ পর্যবেক্ষণের পর এই চক্রটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।







