বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ওপর আস্থা না থাকায় রাজনৈতিক প্রতিপক্ষ শেরপুরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আমিরে জামায়াত বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তারাই এখন সংঘাতের পথ বেছে নিয়েছে। শেরপুরে আমাদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা অত্যন্ত কাপুরুষোচিত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ষড়যন্ত্র বা হামলা চালিয়ে জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না।”
এর আগে সকাল ৮টায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ভূমিকার বিষয়ে অবগত হন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। আজ দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন।







