ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল শুক্রবার এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন। আঙ্কারায় অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকে তুরস্ক ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের কঠোর বিরোধিতা পুনর্ব্যক্ত করবে এবং পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন সংকটের ক্ষেত্রে কূটনৈতিক সমাধান ও সংলাপের ওপর বিশেষ জোর দেবে।
এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে বার্ষিক ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে দুই দেশ আলোচনার টেবিলে বসবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে বিশেষ করে পিকেকে ও পিজাক (PJAK) ইস্যু নিয়ে একে অপরকে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে স্থান পাবে। এছাড়া গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট নিরসনে ত্রাণ সহায়তা পাঠানো এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন কার্যক্রম নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ কৌশল নির্ধারণের বিষয়ে আলাপ করবেন। দীর্ঘদিনের অমীমাংসিত সিরিয়া ইস্যুতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা হয় কি না, সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল।
ভবিষ্যতে এমন কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক খবরের জন্য আপনার কাছে তথ্য থাকলে প্রদান করতে পারেন, আমি সরাসরি নিউজ বডি প্রস্তুত করে দেব।







