বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দলের নেতারা দুর্নীতিগ্রস্ত সরকার থেকে পদত্যাগ না করে বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দুর্নীতির হাত থেকে রক্ষা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন যে, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তবে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ কেন তখন পদত্যাগ করেননি। এর উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, তাদের দুই নেতা পর্যায়ক্রমে তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে কোনো কঠোর সমালোচক বা প্রতিপক্ষও আঙুল তুলে বলতে পারেনি যে তারা অসৎ ছিলেন কিংবা দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, দুই-একজন নেতা এখন প্রশ্ন তুলছেন আমরা এত অসৎ হলে আপনারা কেন ছেড়ে গেলেন না; আমরা ছেড়ে যাইনি এই কারণে যাতে অন্তত ওই তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।
সমাবেশে জামায়াত আমির আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা এবং নারীদের হেনস্তা করার মাধ্যমে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তবে এর ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। ৫ আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা বা হয়রানি করেনি দাবি করে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক না কেন, জামায়াতে ইসলামী তাদের অভিনন্দন জানাবে। একইসাথে জামায়াত বিজয়ী হলে সেই ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা অন্যদেরও রাখার আহ্বান জানান তিনি।







