৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংগ্রামের ফলেই ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে তিনি সর্বত্র সমস্যা ও মানুষের দাবি দেখতে পাচ্ছেন। কৃষি প্রধান নওগাঁর কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এবং ঋণ পাবেন। এছাড়া মায়েদের আর্থিক স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণাও দেন তিনি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মোয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে। ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য স্কুল পর্যায় থেকেই উদ্যোগ নেওয়া হবে। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট চুরি রোধে নির্বাচনের দিন খুব ভোরেই কেন্দ্রে গিয়ে অবস্থান নিতে হবে।
রাজশাহী থেকে সড়ক পথে নওগাঁ পৌঁছালে তারেক রহমানকে দেখতে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ ভিড় করেন। জনসভায় তিনি নওগাঁর ৬টি এবং জয়পুরহাটের ২টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নূ এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
