চাঁদাবাজি ও দখলদারিসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। একই সাথে তাকে পুনরায় ইউনিয়ন বিএনপির সভাপতি পদে সপদে বহাল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাওয়া গেছে এবং তাকে সপদে বহাল করার জন্য মৌখিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। সেই প্রেক্ষিতেই তাকে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, গত ২০২৪ সালের ৩০ জুলাই চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এমনকি এক গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগও ছিল।
দলে পদ ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন ভূঁইয়া কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ছাত্রদল ও যুবদল পেরিয়ে তার রক্তে বিএনপির আদর্শ মিশে আছে এবং তিনি আজীবন দলের সাথেই থাকবেন। আগামী দিনে দলকে শক্তিশালী করতে তিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ওই একই সময়ে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত অন্য নেতা আব্দুল মান্নান লস্কর বর্তমানে একটি চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন। আনোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনরায় পদ ফিরে পাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।







