কয়েকটি ওএসআইএনটি (OSINT) প্ল্যাটফর্মের দাবি অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আউয়াল মিন্টুর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (RAW)-র সরাসরি সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে এসব প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে এই দুই নেতাকে ‘র’ (RAW) অপারেটিভের সাথে বৈঠক করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০১৮ সালের জুন, ২০২১ সালের এপ্রিল এবং সর্বশেষ ২০২৩ সালের ২৮ অক্টোবরের পূর্বে নয়াদিল্লি সফর করেছিলেন। অন্যদিকে আব্দুল আউয়াল মিন্টু ২০১৮ সালের জুনে নয়াদিল্লি সফর করেন। দাবি করা হচ্ছে, এই সফরগুলোতে তারা প্রতিবারই নয়াদিল্লির ওবেরয় (Oberoi) হোটেলে জনৈক কর্নেল গৌরব দোগরা নামে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন, যাকে ‘র’-এর একজন অপারেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে, ওবেরয় হোটেলটি নয়াদিল্লির লোদি রোডে অবস্থিত ‘র’-এর সদর দপ্তরের অত্যন্ত নিকটবর্তী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি ও ভিডিওর মেটা-ডাটা বিশ্লেষণে সেগুলো সঠিক বলে দাবি করা হলেও, এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। গোয়েন্দা সদর দপ্তরের এত কাছে বাইরের কারো পক্ষে অনুপ্রবেশ করে ছবি তোলা কঠিন বিধায়, অনেক বিশ্লেষক মনে করছেন রাজনৈতিক কোনো সমঝোতার চাপে ফেলতেই হয়তো সুকৌশলে এসব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ এবং আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে বিএনপি বা সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







