বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা যদি আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন—এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। চৌদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কি না, সেটিই আপনাদের ভাবতে হবে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো আধিপত্যবাদ মেনে নেব না, কোনো ফ্যাসিবাদও দেখতে চাই না। দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের কাম্য নয়। আমরা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।







