বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেছেন, একটি দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বলা হলে সেটিকে দ্বিমুখী আচরণ বলা যায়। এ ধরনের গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না এবং জনগণও তাদের গ্রহণ করবে না।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজনে এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, একটি দল পরাজয়ের আশঙ্কায় নারীদের ওপর হামলার মতো নিন্দনীয় কাজে জড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, নারীদের প্রতি অশালীন দৃষ্টি দেওয়া কিংবা হিজাব নিয়ে টানাটানি করার ঘটনাও ঘটছে। এ প্রসঙ্গে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান এবং নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।
তিনি আরও সতর্ক করে বলেন, নারী সমাজের ওপর আবারও হামলা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারার দায়িত্বও নিতে হবে। কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।







