গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত রানীর (৪৫) ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। এই ঘটনায় তার ছেলে হৃদয়ও (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক ধারালো ছুরি নিয়ে রানীর ওপর চড়াও হন। মাকে বাঁচাতে ছেলে হৃদয় এগিয়ে এলে আশিক তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে রানীর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলে হৃদয়ের জখম অত্যন্ত গভীর এবং তার শারীরিক অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক।
এদিকে, প্রধান অভিযুক্ত আশিকের রাজনৈতিক পরিচয় নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অপরাধী যেই হোক তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চান। আশিক বর্তমানে কমিটিতে সক্রিয় নেই বলেও তিনি দাবি করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







